সল্প সময়ে কিভাবে বিসিএস,ব্যাংক, নন-ক্যাডার জবের জন্য কিভাবে গোছানো এবং পরিপূর্ন প্রস্তুতি নেওয়া যায়??
বিঃদ্রঃ কোন বিষয়
নিয়ে পড়াশুনা করার আগে প্রথমে ওই বিষয়ের ওপর বিগত বছরের প্রশ্নপত্র ভালভাবে পড়ে
ফেলুন।
বাংলাঃ
সাহিত্য বিভাগের জন্যঃ
১। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র
শেখর)
২। লাল নীল দিপাবলী।
৩। Mp3
বইয়ের সাহিত্য অংশ।
ভাষা বিভাগের জন্যঃ
১। নবম-দশম শ্রেণীর পুরনো বোর্ড ব্যাকরণ বই।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র
শেখর)
ইংরেজিঃ
ভাষা বিভাগের জন্যঃ
১। English
For Competitive Exam (Md. Fazlul Haque)
সাহিত্য বিভাগের জন্যঃ
Professorঅথবা Oracle বিভাগের যেকোন একটি
বইয়ের সাহিত্য (Literature) অংশটুকু।
সাথে বিগত বছরের প্রশ্নপত্র ব্যাখ্যাসহ সলভ
তো থাকছেই।
সাধারণ জ্ঞানঃ
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য MP3 এই মোটামুটি যথেষ্ট।
উল্লেখ্য সাম্প্রতিকে জোর দেবার তেমন কিছু
নেই। সাম্প্রতিকের জন্য চলতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখলেই হবে।
মানসিক দক্ষতা ও গণিতঃ
প্রফেসরস গণিত স্পেশাল।
সাথে বিগত বছরের প্রশ্নপত্রের প্রচুর
অনুশীলন। উল্লেখ্য, আপনি গণিত বা মানসিক দক্ষতা প্রশ্নটি সলভ করতে পারেন সেটা
গুরুত্বপূর্ন নয়, গুরুত্বপূর্ন হল আপনি কত সময়ের মধ্যে এটি সলভ করতে পারলেন।
সাধারণ বিজ্ঞানঃ
১। সপ্তম-অষ্টম শ্রেণীর বিজ্ঞানের বোর্ড
বইয়ের সাথে সাথে MP3 বা প্রফেসর’স এর বিজ্ঞান বইয়ের অংশটুকু।
ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ
সপ্তম-অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞানের বোর্ড
বইয়ের সাথে সাথে MP3 বা প্রফেসর’স বা ওরাকল এর ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বইয়ের অংশটুকু।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ
শুরুতেই বিগত বছরের প্রশ্নপত্র
ভালভাবে পড়ে ফেলুন। কোন একটা গাইড বই থেকে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পড়ে ফেলুন।
এই বিষয়ের জন্য ইন্টারনেটের জন্য সাহায্য নিতে পারেন।
নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনঃ
এই বিষয়টায়, আপনার জ্ঞান ও উপস্থিত বুদ্ধি অতি গুরুত্বপূর্ন
ভূমিকা পালন করে। সাথে সাথে বিগত বছরের প্রশ্নপত্র ও কোন একটা গাইড বই অনুসরন করেন।
এই লিখাটা লিখতে, সুশান্ত পাল,
মাশরুফ ভাই সহ আরো নাম না জানা বিসিএস এ সফল ব্যক্তিদের সাহায্য নেয়া হয়েছে। ভুল
ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=_FZyfxoFSEU
Nice..
ReplyDeleteThanks for Given this win Jobs BD Information.GO ahead
ReplyDeleteyou can go this website For More Related Govt.Jobs
ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা পরীক্ষার ফলাফল ২০২২ - District Family Planning Mymensingh Exam Result
ReplyDeleteCheck Result