How to prepare yourself for BCS,Bank, Non-Cadre Job in a short time ??সল্প সময়ে কিভাবে বিসিএস,ব্যাংক, নন-ক্যাডার জবের জন্য কিভাবে গোছানো এবং পরিপূর্ন প্রস্তুতি নেওয়া যায়?? - Bangladeshi Jobs Circular and Exam Preparation Blog

Latest

This website for Bangladeshi jobs circular and exam preparation blog. Government Jobs, Non-Government Jobs all kinds jobs circular will be published here.BCS, Non-Cadre Jobs extra care blog.

BANNER 728X90

Tuesday, August 15, 2017

How to prepare yourself for BCS,Bank, Non-Cadre Job in a short time ??সল্প সময়ে কিভাবে বিসিএস,ব্যাংক, নন-ক্যাডার জবের জন্য কিভাবে গোছানো এবং পরিপূর্ন প্রস্তুতি নেওয়া যায়??




সল্প সময়ে কিভাবে বিসিএস,ব্যাংক, নন-ক্যাডার জবের জন্য কিভাবে গোছানো এবং পরিপূর্ন প্রস্তুতি নেওয়া যায়??

বিঃদ্রঃ কোন বিষয় নিয়ে পড়াশুনা করার আগে প্রথমে ওই বিষয়ের ওপর বিগত বছরের প্রশ্নপত্র ভালভাবে পড়ে ফেলুন।

বাংলাঃ
সাহিত্য বিভাগের জন্যঃ
১। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)
২। লাল নীল দিপাবলী।
৩। Mp3 বইয়ের সাহিত্য অংশ।
ভাষা বিভাগের জন্যঃ
১। নবম-দশম শ্রেণীর পুরনো বোর্ড ব্যাকরণ বই।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)

ইংরেজিঃ
ভাষা বিভাগের জন্যঃ
১। English For Competitive Exam (Md. Fazlul Haque)
সাহিত্য বিভাগের জন্যঃ
Professorঅথবা Oracle বিভাগের যেকোন একটি বইয়ের সাহিত্য (Literature) অংশটুকু।
সাথে বিগত বছরের প্রশ্নপত্র ব্যাখ্যাসহ সলভ তো থাকছেই।

সাধারণ জ্ঞানঃ
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য MP3 এই মোটামুটি যথেষ্ট।
উল্লেখ্য সাম্প্রতিকে জোর দেবার তেমন কিছু নেই। সাম্প্রতিকের জন্য চলতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখলেই হবে।

মানসিক দক্ষতা ও গণিতঃ
প্রফেসরস গণিত স্পেশাল।
সাথে বিগত বছরের প্রশ্নপত্রের প্রচুর অনুশীলন। উল্লেখ্য, আপনি গণিত বা মানসিক দক্ষতা প্রশ্নটি সলভ করতে পারেন সেটা গুরুত্বপূর্ন নয়, গুরুত্বপূর্ন হল আপনি কত সময়ের মধ্যে এটি সলভ করতে পারলেন।

সাধারণ বিজ্ঞানঃ
১। সপ্তম-অষ্টম শ্রেণীর বিজ্ঞানের বোর্ড বইয়ের সাথে সাথে MP3 বা প্রফেসর’স এর বিজ্ঞান বইয়ের অংশটুকু।

ভূগোল পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনাঃ
সপ্তম-অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞানের বোর্ড বইয়ের সাথে সাথে MP3 বা প্রফেসর’স বা ওরাকল এর ভূগোল পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা বইয়ের অংশটুকু।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ
শুরুতেই বিগত বছরের প্রশ্নপত্র ভালভাবে পড়ে ফেলুন। কোন একটা গাইড বই থেকে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পড়ে ফেলুন। এই বিষয়ের জন্য ইন্টারনেটের জন্য সাহায্য নিতে পারেন।

নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনঃ
এই বিষয়টায়, আপনার জ্ঞান ও উপস্থিত বুদ্ধি অতি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। সাথে সাথে বিগত বছরের প্রশ্নপত্র ও কোন একটা গাইড বই অনুসরন করেন।

এই লিখাটা লিখতে, সুশান্ত পাল, মাশরুফ ভাই সহ আরো নাম না জানা বিসিএস এ সফল ব্যক্তিদের সাহায্য নেয়া হয়েছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিসিএস, নন ক্যাডার সহ প্রায় সকল ধরনের সরকারী জবের প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রায় ১০০০ বইয়ের পিডিএফ (PDF) লিঙ্ক| যত তাড়াতাড়ি সম্ভব ডাউনলোড করে নিন।

ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=_FZyfxoFSEU

3 comments:

  1. Thanks for Given this win Jobs BD Information.GO ahead
    you can go this website For More Related Govt.Jobs

    ReplyDelete
  2. ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা পরীক্ষার ফলাফল ২০২২ - District Family Planning Mymensingh Exam Result
    Check Result

    ReplyDelete