বিসিএস পরীক্ষার টিপস । BCS Examination Tips | লিখেছেন ৩০তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম সুশান্ত পাল। - Bangladeshi Jobs Circular and Exam Preparation Blog

Latest

This website for Bangladeshi jobs circular and exam preparation blog. Government Jobs, Non-Government Jobs all kinds jobs circular will be published here.BCS, Non-Cadre Jobs extra care blog.

BANNER 728X90

Friday, July 21, 2017

বিসিএস পরীক্ষার টিপস । BCS Examination Tips | লিখেছেন ৩০তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম সুশান্ত পাল।

বিসিএস পরীক্ষার টিপস 
BCS Examination Tips 

টিপস:
দরজায় কড়া নাড়ছে বিসিএস ৩৫তম প্রিলিমিনারি। আগামী ৬ মার্চ বেলা তিনটা থেকে শুরু হবে এ পরীক্ষা। 
পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আমাদের এবারের আয়োজন। পরামর্শ দিয়েছেন ৩০তম বিসিএস পরীক্ষায় 
সম্মিলিত মেধাতালিকায় প্রথম সুশান্ত পাল

আমি লেখাটি যাঁদের ‘প্রস্তুতি নেই’, ‘মোটামুটি’ ও ‘ভালো না’—এই তিন ধরনের পরীক্ষার্থীর জন্য লিখেছি। 
বাকিরা এড়িয়ে যেতে পারেন। এই এক সপ্তাহের ঘুমকে যদি কিছুটা ‘গুডবাই’ বলতে পারেনতবে প্রিলিমিনারি 
পরীক্ষায় পাস করে যেতে পারবেন। যে চাকরি পেয়ে অন্তত ৩০ বছর আরাম করবেনসেটার জন্য ছয় রাতের 
ঘুম হারাম করতে পারবেন না! আপনার তো স্রেফ পাস করে একটা ‘ইয়েস কার্ড’ পেলেই চলে।
এ লেখাটি পড়ার পর থেকে আগামী ৩ মার্চ ‘মধ্যরাত’ পর্যন্ত যা করতে পারেন
১. প্রশ্ন ব্যাংক থেকে আগের বছরের বিসিএসের প্রশ্নোত্তরগুলো আরেকবার দেখে নিন।
২. প্রিলিমিনারি পরীক্ষা সামনে রেখে কিছু সাধারণ জ্ঞানের ম্যাগাজিন বিশেষ সংখ্যা বের করেছে। পড়ে ফেলুন।
৩. যেকোনো ভালো একটা ডাইজেস্ট থেকে প্রশ্নোত্তরগুলোয় চোখ বুলিয়ে নিন।
৪. জব সলিউশন আগে পড়া থাকলে যতবার সম্ভবততবার দ্রুত রিভিশন দিন।
৫. যেসব প্রশ্নের উত্তর জানা নেইসেগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। খুঁজে না পেলে খোঁজাখুঁজি করে সময় 
নষ্ট করবেন না। সব প্রশ্ন পারার কী দরকারএকটা কঠিন প্রশ্নেও যে নম্বরসহজ প্রশ্নেও সেই একই নম্বর।
৬. এ সময়ে গাইড বইয়ের প্রশ্নোত্তর উল্টে-পাল্টে দেখতে পারেনকিন্তু রেফারেন্স বই পড়বেন না।
৭. সম্ভব হলে বাইরে যাওয়া বন্ধ করে বাসায় সময় দিন। এ সময়ে পেপার পড়েখবর শুনে কোনো লাভ নেই।
৮.আগে যা যা পড়েছেনসেগুলো আরেকবার দেখে নিন। শেষ মুহূর্তে পড়া জিনিস বেশি মনে থাকে।
৯. কে কী পারেনআপনি কী পারেন না—এসব চিন্তা বাদ দিয়ে আপনি কী পারেনসেটা নিয়ে ভাবুন। বিসিএস 
প্রিলিমিনারি পরীক্ষায় প্রায়ই ‘অতি পণ্ডিত’ লোকজনও ফেল করে!
৪ মার্চ সকাল থেকে ৫ মার্চ রাত আটটা পর্যন্ত যা করতে পারেন
১. মডেল টেস্টের দু-একটা গাইড থেকে দ্রুত যত সম্ভবতত টেস্ট দিন। অন্য কাজ বাদ দিয়ে টার্গেট নিয়ে এ 
কাজটি করুন।
২. আগের পাঁচ দিন যা যা দাগিয়ে পড়েছেনসেগুলো মন দিয়ে দ্রুত রিভিশন দিন।•
৩. কিছু কঠিন প্রশ্ন থাকেযেগুলো বারবার পড়লেও মনে থাকে না৷ সেগুলো মনে রাখার চেষ্টা বাদ দিন৷ কারণ,
 এ ধরনের একটি প্রশ্ন আরও কয়েকটি সহজ প্রশ্নকে মাথা থেকে বের করে দেয়।

আরও কিছু কথা
সব প্রশ্নের উত্তর করতে যাবেন না ভুলেওকিছু কিছু কঠিন আর বিভ্রান্তিকর বা গোলমেলে প্রশ্ন ছেড়ে দেওয়ার 
উদারতা দেখান। তবে মাথায় রাখুন১২টি প্রশ্ন ছেড়ে শূন্য পাওয়ার চেয়ে ছয়টি সঠিক করে তিন পাওয়া অনেক
ভালো। এ ধরনের পরীক্ষাগুলোয় ভালো করার ক্ষেত্রে প্রস্তুতির চেয়ে আত্মবিশ্বাস বেশি কাজে লাগে৷ প্রশ্নে দু-একটা
 ছোটখাটো ভুল থাকতেই পারে৷ এটা নিয়ে মাথা খারাপ করার কিছু নেই৷

বৃহস্পতিবার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাত নয়টার মধ্যে ঘুমিয়ে পড়ুন৷ দুই ঘণ্টা মাথা ঠিক রাখার 
জন্য দারুণ একটা ঘুম অনেক সাহায্য করে৷ পরীক্ষার দিন সকালে আপনি যা যা ভালো পারেনশুধু সেগুলোয় 
একটু অতিদ্রুত চোখ বুলিয়ে নিন। রাস্তায় কিছুই পড়ার প্রয়োজন নেই৷ টেনশন থাকবেই। পরীক্ষার আগে টেনশন করাটাও একটা সাধারণ ভদ্রতা! পরীক্ষার দিন সকালে বাসায় কিংবা রাস্তায় কিছুই পড়ার প্রয়োজন নেই৷ 

দুশ্চিন্তামুক্ত থাকুন৷ আত্মবিশ্বাস রাখুন৷ রাস্তায় যানজট থাকতে পারেতাই হাতে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে 
রওনা হবেনতাড়াহুড়ো করবেন না। আপনাদের জন্য শুভকামনা

No comments:

Post a Comment